এখানে সকল প্রকার প্রকাশনী বই থেকে প্রশ্ন তৈরি করা হয় ও স্বল্প মূল্যে প্রশ্ন পাওয়া যায়।

Disable Copy Past

// -->

Facebook

// -->

Comments

// -->

৩০ এপ্রিল ২০১৯

বাংলা ১ম পত্র (বহুনির্বাচনি ) জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীর জন্য

গদ্য : পঞ্চম অধ্যায় : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : শেখ মুজিবুর রহমান(১২৭)


১। ‘ছয় দফা’ ঘোষণা করা হয় কত সালে?
ক. ১৯৬২ খ. ১৯৬৪ গ. ১৯৬৬ ঘ. ১৯৬৯
২। বঙ্গবন্ধু নিচের কোনটি ‘উইথড্র’ করার দাবি জানান?
ক. মার্শাল আর্ট খ. মার্শাল ল
গ. মার্শাল জুডো ঘ. মার্শাল ফিল্ম ৩। শেখ মুজিবুর রহমান তাঁর ভাষণে কাদের হাতে ক্ষমতা তুলে দিতে বলেন?
ক. সরকারের মন্ত্রীর হাতে
খ. সরকারের প্রতিনিধির হাতে
গ. জনগণের প্রতিনিধির হাতে
ঘ. তাঁর নিজস্ব প্রতিনিধির হাতে
৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ‘জাতির জনক’ বলার কারণ কোনটি?
ক. পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন বলে
খ. স্বাধীন বাংলাদেশের স্থপতি বলে
গ. বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বলে
ঘ. বাংলার অবিসংবাদিত নেতা বলে
৫। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এই স্লোগানের মধ্যে লুকিয়ে আছে—
i. অর্থনৈতিক মুক্তি ii. পরাধীনতা থেকে মুক্তি iii. স্বাধীনতার ঘোষণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেন। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের।
৬। উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাদৃশ্য রয়েছে—
ক. তাজউদ্দীনের
খ. সৈয়দ নজরুল ইসলামের
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
ঘ. এম মনসুর আলীর
৭। উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার মতো বঙ্গবন্ধুর কোন গুণটির জন্য বাংলার মানুষ তাঁকে বিশেষভাবে মনে রাখবে?
ক. ন্যায়পরায়ণতার খ. সততার
গ. স্বাধীনতাকামী মানসিকতার
ঘ. নির্লোভ মানসিকতার
৮। বঙ্গবন্ধুর দেওয়া ৭ মার্চের ভাষণটি কত মিনিটের ছিল?
ক. ১২ খ. ১৩ গ. ১৮ ঘ. ৩০
৯। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. এ কে ফজলুল হক
ঘ. তাজউদ্দীন আহমদ
১০। ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. কারাগার থেকে মুক্তি
খ. ঘরের বন্দিদশা থেকে মুক্তি
গ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি
ঘ. কাজের দায়িত্ব থেকে মুক্তি
১১। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান কেন হয়েছিল?
ক. একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য
খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
গ. সামরিকতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঘ. খাদ্যের জন্য
১২। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতায় এসে পাকিস্তানের সাধারণ নির্বাচন দেন কেন?
ক. ভুল সিদ্ধান্তের জন্য
খ. জনগণের আন্দোলনের চাপে
গ. মানসিকভাবে বিভ্রান্ত হয়ে
ঘ. রাজনীতিবিদদের বিক্ষোভের ফলে
১৩। বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেন কেন?
ক. যুদ্ধ করতে খ. শত্রুর মোকাবিলা করতে
গ. আন্দোলন করতে ঘ. বিদ্রোহ করতে
১৪। ‘আরটিসি’-এর পূর্ণরূপ কী?
ক. রাউন্ড টেবিল কর্নার খ. রাউন্ড টেবিল ক্যাটাগরি
গ. রাউন্ড টেবিল সেশন ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স
১৫। ‘ওয়াপদা’ বলতে কী বোঝায়?
ক. পানি উন্নয়ন বোর্ড খ. পানি ও বিদ্যুত্ উন্নয়ন বোর্ড
গ. বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ঘ. ওয়ার্ড উন্নয়ন বোর্ড
১৬। ‘শাসনতন্ত্র’ বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান
খ. দেশ পরিচালনায় বুদ্ধি ও ক্ষমতা
গ. বিদেশের আইন ঘ. সমাজের নিয়মকানুন
১৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেন কিসের জন্য?
ক. ছয় দফা কর্মসূচির জন্য
খ. এগারো দফা কর্মসূচির জন্য
গ. সত্তরের নির্বাচনে অংশগ্রহণের জন্য
ঘ. সত্তরের নির্বাচন বয়কট করার জন্য।
১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. গ ৯. ক ১০. গ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. ক

(ইন্টারনেট থেকে সংগ্রহীত)

৩টি মন্তব্য: