এখানে সকল প্রকার প্রকাশনী বই থেকে প্রশ্ন তৈরি করা হয় ও স্বল্প মূল্যে প্রশ্ন পাওয়া যায়।

Disable Copy Past

// -->

Facebook

// -->

Comments

// -->

০৫ মে ২০১৯

ষষ্ঠ শ্রেণীর জন্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বহুনির্বাচনি) অধ্যায়-১ম || ICT For Class six MCQ(1) 1st Chapter


1. কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল?
ক) কম্পিউটার
খ) ল্যান্ডফোন
গ) মোবাইল ফোন
ঘ) অপটিক্যাল ফাইবার

2. কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?
ক)কম্পিউটার
খ) ইন্টারনেট
গ) ল্যান্ডফোন
ঘ) মোবাইল ফোন


3. এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি—
ক) প্রচার ও গণমাধ্যম
খ) প্রকশনা
গ) বিনোদন
ঘ) ব্যাংকিং

4. যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে—
ক) ডিজিটাল ক্যামেরা
খ) সিসি টিভি
গ) অপটিক্যাল ফাইবার
ঘ) অনলাইন সংবাদমাধ্যম


5. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হল-

i) নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন
ii) পৃথিবীর যে কোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা
iii) তথ্য বিনিময়ের অবারিত সুযোগ
নিচের কোনটি সঠিক
i ii iii iv
ক) i                  খ) i ii                   গ) ii iii                 ঘ)  i, ii iii



** নিচের অনুচ্ছেদটি পড়ে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও


ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক 1000 টাকা বৃত্তি প্রদান করে। 
বৃত্তির টাকা ওঠানোর জন্য ফারজানাকে ওই ব্যাংকে হিসাব খুলতে হয়। হিসাব খোলার সময়
আবেদনপত্রে নাম, তারেক, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয়।


6. ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্মতারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে কী বলা হয়?
ক) তথ্য
খ) ঘটনা
গ) উপাত্ত
ঘ) প্রেক্ষাপট

7. ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে?
ক) পে-অর্ডার
খ) চেক
গ) ব্যাংক ড্রাফট
ঘ) এটিএম কার্ড

8.আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যা সমাধানে তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে?
ক) রেডিও
খ) মোবাইল
গ) ল্যান্ডফোন
ঘ) টেলিভিশন
9. 8 নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছ সে উত্তরটি পছন্দ করার কারণ যুক্তিসহ ব্যাখ্যা কর। ...................................................................................................................................
................................................................................................................................
..................................................................................................................................
অন্যান্য প্রশ্ন সমূহ
1. তথ্যপ্রযুক্তি বলতে বোঝায়—
ক) তথ্য দেওয়ার প্রযুক্তিকে
খ) তথ্য নেওয়ার প্রযুক্তিকে
গ) তথ্য আদান-প্রদান করার প্রযুক্তিকে
ঘ) তথ্য পরিবর্তন করার প্রযুক্তিকে

2. তথ্য বিনিময় সহজ হয়—
ক) কাগজ আবিষ্কার হওয়ার পর 
খ) চীনারা কাগজ আবিষ্কার করার পর
গ) মিসরীয়রা কাগজ আবিষ্কার করার পর
ঘ) মোবাইল আবিষ্কার হওয়ার পর

3. তথ্য বিনিময় নতুন জগতে পা দিয়েছিল—
ক) টেলিভিশন আবিষ্কার হওয়ার পর
খ) বেতার যন্ত্র আবিষ্কার হওয়ার পর
গ) তারবার্তা আবিষ্কার হওয়ার পর
ঘ) দূরবীক্ষণ আবিষ্কার হওয়ার পর

4. কারা কাগজ আবিষ্কার করে? 
ক) চীনারা
খ) মিসরীয়রা
গ) রোমানরা
ঘ) গ্রিকরা

5. জেলেরা সাগরে থাকাকালীন ঝড়বৃষ্টির খবর পায় কোনটির মাধ্যমে?
ক) রেডিও
খ) টেলিভিশন
গ) মোবাইল
ঘ) মাইক

6. কৃষক ইউনুসের জীবন বদলে দেওয়ার মূলে উদ্দীপক হিসেবে কাজ করছে কোনটি?
ক) রেডিও
খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ) মোবাইল
ঘ) ভিডিও

7. সর্বপ্রথম মানুষ কীভাবে তথ্য বিনিময় করত?
ক) কথা বলে
খ) চিঠি লিখে
গ) পাথরে লিখে
ঘ) বই লিখে

8. সব ভাষার উদ্দেশ্য
ক) একই
খ) ভিন্ন
গ) মিশ্র
ঘ) বই লেখা
9. চীনাদের কী আবিষ্কারের ফলে তথ্য সংরক্ষণ  আদানপ্রদানের সুযোগ বেড়ে যায়?
ক) কলম
খ) রেডিও
গ) কাগজ
ঘ) বই

10. শুরুতে তথ্যপ্রযুক্তি সম্পূর্ণরূপে কিসের ওপর নির্ভরশীল ছিল?
ক) কম্পিউটার
খ) ফ্যাক্স
গ) টেলিফোন
ঘ) রেডিও

11. তথ্য লিখে রাখার সুযোগ প্রথম সৃষ্টি হয় কোনটি আবিষ্কারের মাধ্যমে?
ক) কম্পিউটার
খ) টাইপরাইটার
গ) কাগজ
ঘ) মোবাইল

12. সাগরের ঝড়বৃষ্টি হলে খুব তাড়াতাড়ি খবর পাওয়া যায় কোন মাধ্যমে?
ক) মোবাইলে
খ) কম্পিউটারে
গ) রেডিওতে
ঘ) চিঠি দিয়ে

13. এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফলাফল জানতে পারা যায় কোন মাধ্যমে?
ক)কম্পিউটারের
খ)কাগজে
গ)রেডিওতে
ঘ) মোবাইলে

14. কোন মাধ্যম আবিষ্কারের পর সারা পৃথিবী হাতের মুঠোয় চলে আসে?
ক)ঘরবাড়ি
খ)গাড়ি-ঘোড়া
গ) বেতার
ঘ)টেলিভিশন
15. জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় সঙ্গে রেডিও নিয়ে যায় কেন?
ক)গান শোনার জন্য
খ) ঝড়-বৃষ্টির খবর জানার জন্য
গ)বাড়ির সাথে জরুরি প্রয়োজনে কথা বলার জন্য
ঘ)কাজে মনোযোগ দেওয়ার জন্য
16. পরীক্ষার ফলাফল জানতে কিসের মাধ্যমে SMS করা যায়?
ক)কম্পিউটার
খ)ল্যান্ডফোন
গ)রেডিও
ঘ) মোবাইল
17.স্ট্রবেরির মতো বিদেশি ফল চাষের সঠিক তথ্য জানার জন্য উত্তম মাধ্যম কোনটি?
ক)কম্পিউটার
খ)রেডিও
গ) টেলিভিশন
ঘ)মোবাইল
18.তথ্যযোগাযোগ  প্রযুক্তির মিলিত ধারণাই হচ্ছে
ক) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
খ)ডিজিটাল যুগ
গ)তথ্য ও প্রযুক্তি
ঘ)ইন্টারনেট
19. কোন বস্তু আবিষ্কারের ফলে তথ্য আদানপ্রদান সহজ হয়?
ক)ছাঁকা
খ) কাগজ
গ)হাতিয়ার
ঘ)লেখা
20. বাংলাদেশে কোন অনুষ্ঠান দেখে কৃষক ইউনুস স্ট্রবেরি চাষে উৎসাহিত হন?
ক)মাটি ও মানুষ
খ)ইত্যাদি
গ) কৃষি দিবানিশি
ঘ)বাংলার মাটি
21.গ্রামের কৃষকরা বেশির ভাগ ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ সম্বন্ধে সরাসরি জ্ঞান পেতে পারেন?
ক)মোবাইল
খ) টেলিভিশন
গ)রেডিও
ঘ)কম্পিউটার
22. প্রথম কাগজ আবিষ্কার করে কারা?
ক)গ্রিকরা
খ)রোমানরা
গ)মিসরীয়রা
ঘ) চীনারা
23. কোনটির কারণে বিশ্ব আজ হাতের মুঠোয়?
ক)আগ্নেয়াস্ত্রের
খ)অর্থের
গ) প্রযুক্তি
ঘ)চিঠি
24. জেলেরা মাছ ধরতে যাবার সময় কী সঙ্গে নেয়?
ক) কম্পিউটার
খ) বেলুন
গ) রেডিও
ঘ) ইন্টারনেট
25. তথ্য বাঁচিয়ে রাখতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে কী বলে?
ক) প্রযুক্তি
খ) তথ্যপ্রযুক্তি
গ) তথ্য
ঘ) ইন্টারনেট
26. অনলাইনে আবেদন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক) রেডিও
খ) প্রজেক্টর
গ) কম্পিউটার
ঘ) টেলিভিশন
27. কোনটির সাহায্যে লিজা চাকরির তথ্য পেয়েছিল?
ক) ইন্টারনেট
খ) রেডিও
গ) টেলিভিশন
ঘ) পত্রিকা
28. রুমি কিসের সাহায্যে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখল?
ক) টেলিফোন
খ) ইন্টারনেট
গ) মোবাইল
ঘ) প্রজেক্টর
29. খেলা দেখাতে ব্যবহৃত প্রযুক্তিটি কীসের অবদান?
ক) আইসিটির
খ) প্রকৃতির
গ) চিকিৎসার
ঘ) শিল্পের
30. যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে
ক) ডিজিটাল ক্যামেরা
খ) সিসি টিভি
গ) অপটিক্যাল ফাইবার
ঘ) অনলাইন সংবাদ মাধ্যম
31. বর্তমান যুগকে কী যুগ বলা হয়?
ক) ডিজিটাল যুগ
খ) কৃষি যুগ
গ) আধুনিক যুগ
ঘ) মুঘল যুগ
32. কত সালে মধ্যে বাংলাদেশকে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?
ক)২০১১
খ) ২০২১
গ) ১০৩১
ঘ) ২০৪১
33.পূর্বে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে সরাসরি বিভিন্ন পর্যায়ে কিসের মাধ্যমে যোগাযোগ করা হতো?
ক) ল্যান্ডফোন
খ) ঘোড়ার গাড়ি
গ) চিঠি
ঘ) কবুতর




0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন