এখানে সকল প্রকার প্রকাশনী বই থেকে প্রশ্ন তৈরি করা হয় ও স্বল্প মূল্যে প্রশ্ন পাওয়া যায়।

Disable Copy Past

// -->

Facebook

// -->

Comments

// -->

০১ মে ২০১৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বহুনির্বাচনি) জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীর জন্য

অধ্যায়-১ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব


১। ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন হয়?
ক. ফ্যাক্স খ. মোবাইল ফোন গ. এটিএম ঘ. ব্যাংক
২। লিংক কী? ক. যোগাযোগ খ. ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো ঠিকানা
গ. রিসোর্স ঘ. ইন্টারনেট
৩। নাগরিক সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমিকা রাখে—
i. ইন্টারনেট ii. রেডিও iii. মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। বর্তমানে যোগাযোগের মাধ্যম হলো—
i. টেলিফোন ii. মোবাইল ফোন iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনা মূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়?
ক. রেডিওতে খ. টেলিভিশনে গ. ফোনে ঘ. ওয়েবসাইটের মাধ্যমে
৬। ব্যবসার মূল উদ্দেশ্য কী?
ক. বেশি সময়ে ও বেশি খরচে পণ্য উত্পাদন করা
খ. কম সময়ে ও বেশি খরচে পণ্য উত্পাদন করা
গ. বেশি সময়ে ও কম খরচে পণ্য উত্পাদন করা
ঘ. কম সময়ে ও কম খরচে পণ্য উত্পাদন করা
৭। কী ব্যবহার করে মজুত নিয়ন্ত্রণ করা সহজ হয়?
ক. অর্থ খ. ব্যবস্থাপনা গ. বিশেষায়িত সফটওয়্যার ঘ. মোবাইল ফোন
৮। ব্যবসায় হিসাব সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কোনটি?
ক. স্প্রেডশিট খ. ওয়ার্ড গ. ডেটাবেইস ঘ. উইন্ডোজ
৯। কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা হয় কিসের সাহায্যে?
ক. এসপিজি খ. পিজিএস গ. এসজিপি ঘ. জিপিএস
১০। সরকারি সব তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় কিসের মাধ্যমে—
i. ইন্টারনেট ii. ওয়েবসাইট iii. ওয়েব পোর্টাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। EPOS-এর পূর্ণনাম কী?
ক. Electric Power of Sale খ. Electronic Power of Sale
গ. Electronic Point of Sale ঘ. Electronic Point of Step
১২। ইপিওএস-এর কাজ কী?
ক. তথ্য সংগ্রহ খ. সার্বক্ষণিক মনিটরিং
গ. সরবরাহ পরিকল্পনা ঘ. ব্যবস্থাপনা
১৩। উত্পাদন ব্যবস্থাপনা ব্যবসার ক্ষেত্রে কী ভূমিকা রাখে?
ক. পণ্য সরবরাহে খ. বাজার বিশ্লেষণে
গ. বিপণনে ঘ. কম খরচে উত্পাদন
১৪। বিপণনের অন্তর্ভুক্ত হলো—
i. বাজার বিশ্লেষণ ii. তথ্য সংগ্রহ iii. সরবরাহ ও প্রচার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii


সঠিক উত্তরটি মিলিয়ে নাও:
১. গ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ


(ইন্টারনেট থেকে সংগ্রহীত) 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন